Privacy Policy


জবসিলেট.কম এ আপনাকে স্বাগতম। https://www.jobsylhet.com ইহা সিলেট বিভাগের চাকরির খবরের সাইট। চাকরি খোঁজতে এই ওয়েবসাইটে ভিজিট করলে আমরা আপনার Privacy Policy বা গোপনীয়তা কিভাবে রক্ষা করি তা তুলে ধরলাম। আমাদের নীতি পড়লে আপনি সু-স্পষ্ট ধারণা পাবেন এবং অন্যান্য গোপনীয়তা নীতি সম্পর্কে জানতে পারবেন।

তথ্য সংগ্রহ ও নিরাপত্তাঃ 
আমরা আপনার সকল ধরনের তথ্য গোপনীয় রাখব। আমাদের এখানে ইমেইল সাবক্রিপশন রয়েছে। কমেন্ট ও যোগাযোগ ফরম আছে।  ইমেইল বা যোগাযোগ ফরম এগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ ও মতামত জানানোর ব্যবস্থা রয়েছে। ব্যাক্তিগত তথ্য যেমন নাম , ঠিকানা , মোবাইল ও ইমেইল সহ সকল তথ্য আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং নিরাপত্তার সহিত সুরক্ষা করি। আমরা কোনো তথ্যের অপব্যবহার করি না বা তৃতীয় পক্ষের কাছে কোনো তথ্য প্রদান করি না।

গোপনীয়তা নীতি পরিবর্তনঃ
যেকোন প্রয়োজনে আমরা Privacy Policy  পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার সাথে সাথে আমাদের প্রাইভেসি পলিসি পেইজের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে যুক্ত থাকলে সহজে জানতে পারবেন।

পরামর্শ ও মতামত প্রদানঃ
ভিজিটরদের গুরুত্বপূর্ণ পরামর্শের মূল্যায়ন করে থাকি। যেকোনো ধরনের মতামত ও অভিযোগ জানাতে পারবেন যোগাযোগ ফরম বা ইমেইল ব্যবহার করে। আপনার পরামর্শ অনুযায়ী তা মূল্যায়ন করে পরিমার্জন, সংশোধন ও সংযোজন করার চেষ্টা করব।

Cookies ব্যবহারঃ 
আমরা কুকিজ ব্যবহার করে কোনো ভিজিটরের তথ্য সংগ্রহ করি না। কোনো তৃতীয় পক্ষ যদি সংগ্রহ করে আমরা তার ব্যবহার নিয়ন্ত্রণ করি না। কুকিজ হল ছোট ছোট ফাইল যা ব্রাউজকরার সময় আপনার ড্রাইভে জমা থাকে।

শিশুদের অনলাইন গোপনীয়তাঃ
আমাদের পরিসেবাগুলো শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য। এখানে কোনো ধরনের কু-রুচিপূর্ণ ছবি বা পোষ্ট প্রচার করা হয় না। যেহেতু এই পোর্টালটি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশক তাই কারো মানহানীকর, যৌনতা, রাজনৈতিক, কাউকে ব্যাক্তিগত আক্রমণ বা সুনাম নষ্ট হয় এমন কন্টেন্ট প্রকাশ করে না।


Post a Comment

ধন্যবাদ