শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর পরিসংখ্যান বিভাগের জন্য ০১ জন এমএলএসএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: এমএলএসএস
যোগ্যতা: এসএসসি/সমমান অথবা ৮ম শ্রেণি পাস সহ ৫বছরের অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর
আবেদনের তারিখ: আগ্রামী ০৪ মে ২০২৩ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পরীক্ষার ফিস: ১৫০ টাকা । যেকোন তফসিলি ব্যাংকের শাখা হতে।
আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old