Police Line High School, Sylhet


পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেট এর জন্য বিদ্যালয় পদত্ত বেতনে জাতীয় বেতন স্কেল অনুযায়ী নন এমপিও সহকারী শিক্ষক পদে ০১ জন করে শিক্ষক পদে নিয়োগ করা হবে। 

পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়: পদার্থ বিজ্ঞান, রসায়ন, আইসিটি
বেতন: গ্রেড- ১১ (১২৫০০- ৩০২৩০/-)

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫ মার্চ ২০২৩ ইং তারিখের মধে্য ২কপিছবি , জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় সকল কাগজপত্র সত্যায়িত করে মোবাইল নাম্বার উল্লেখ পুর্বক ৫০০ টাকার ব্যাংক ড্রাফট সহ সভাপতি, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেট বরাবর আবেদন করুন ।
সুত্র: ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং সিলেটের ডাক

আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old