পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেট এর জন্য বিদ্যালয় পদত্ত বেতনে জাতীয় বেতন স্কেল অনুযায়ী নন এমপিও সহকারী শিক্ষক পদে ০১ জন করে শিক্ষক পদে নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়: পদার্থ বিজ্ঞান, রসায়ন, আইসিটি
বেতন: গ্রেড- ১১ (১২৫০০- ৩০২৩০/-)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫ মার্চ ২০২৩ ইং তারিখের মধে্য ২কপিছবি , জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় সকল কাগজপত্র সত্যায়িত করে মোবাইল নাম্বার উল্লেখ পুর্বক ৫০০ টাকার ব্যাংক ড্রাফট সহ সভাপতি, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেট বরাবর আবেদন করুন ।
সুত্র: ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং সিলেটের ডাক
আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old