হাদিকাতুল কোরআন মাদ্রাসা, দুলর্ভপুর, মৌলভীবাজার এর জন্য আবাসিক শিক্ষার্থীদের জন্য ইসলামী শিক্ষাগত যোগ্যতাসহ ০১ জন ইংরেজি শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম: ইংরেজি শিক্ষক
পদ সংখ্যা: ০১
যোগ্যতা: নূন্যতম এইচএসসি পাশ
বয়স: ২৫ বা ততোর্ধ এবং বিবাহিত ।
বেতন: ১০ থেকে ১৮ হাজার টাকা। যোগ্যতা এবং অভিজ্ঞার ভিত্তিতে বেতন নির্ধারণ হবে।। খাবার ও বাসস্থানের ব্যবস্থা আছে।
যোগাযোগ: আগ্রহী প্রার্থীগণ আগামী ৭ এপ্রিল ২০২৩ ইং তারিখের মধ্যে ইমেইলে বা হোয়াটসএপে আবেদন করুন। মোবাইল: 07878873433 (হোয়াটসএ্যাপ) ইমেইল: drlais@ecguidance.co.uk শুধুমাত্র বাছাকৃতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
সুত্র: ২১ মার্চ ২০২৩ দৈনিক জালালাবাদ
আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old