মেরী স্টোপস বাংলাদেশ, বিগত ৩ যুগ থেকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সেবা প্রদান করে আসছে । মেরী স্টোপস একটি আন্তজাতিক লন্ডনভিত্তিক স্বাস্থ্য সেবা দান কারী প্রতিষ্ঠান । ৩৭ দেশে সেবা প্রধান করে আসছে ।
পদের নাম: ক্লায়েন্ট সাপোর্ট কো-অর্ডিনেটর (মহিলা)
যোগ্যতা: স্নাতক পাশ ।
চাকরির ধরন: ফুলটাইম
অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে । প্রার্থীকে স্মাট ও পরিশ্রমি হতে হবে । কোন মাতৃস্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে ১ বছর কাউন্সেলিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার। ক্লায়েন্টের সাথে সুন্দর ব্যবহার ও দৃঢ় প্রত্যয়ি হতে হবে।
কর্মস্থল: মেরী স্টোপস ক্লিনিক হবিগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে/-
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণ ২কপি ছবিসহ মেরি স্টোপস এর নির্ধারীত ফরমে প্রয়োজনীয় যোগ্যতা কপি , ২জন পরিচয়দানকারী (আত্নীয় নয়) সহ আগামী 05 মার্চ ২০২৩ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করুন । খামের উপর পদের নাম ও কর্মস্থল উল্লেখ করতে হবে ।
আবেদন পাঠানোর ঠিকানা: মহা-ব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন, মেরী স্টোপস বাংলাদেশ, বাড়ী # ৬/২, ব্লক: এফ, কাজি নজরুল ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং স্টেট, ঢাকা ।
অনলাইনে আবেদন করুন: mybdjob
আপনার প্রতিষ্ঠানের নিয়োগ সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন 09638-483724, 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old