আল-আমীন এসোসিয়েটস প্রা. লিমিটেড , উপশহর, সিলেট এর জন্য নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্য অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
০১। পদের নাম: পরিচালক,
বিভাগ: জেনারেল হাসপাতাল
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ডিগ্রিসহ ১০ বছরের হাসপাতাল / টিচিং হাসপাতালে সহকারী / উপ পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
০২। পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা
বিভাগ: প্রসাশনিক
যোগ্যতা: প্রার্থীকে মাস্টার্স/এমবিএ ডিগ্রিসহ কোম্পানী পরিচালনায় ও প্রশাসনিক দক্ষতাসহ ১০ বছরের অভিজ্ঞতা। সামারিক বানিহীর অবসরপ্রাপ্ত ও যোগ্য কর্মকর্তাদের অগ্রাধিকার ।
আবেদনের শর্তাবলী:
আগ্রহী প্রার্থীগণনিম্ন স্বাক্ষরকারী বরারব আবেদন পৌছাতে হবে আগামী ০৫ এপ্রিল ২০২৩ ইং বেলা ৩ ঘটিকার মধ্যে ডাকে অথবা সরাসরি।
আবেদনের নিয়মাবলী: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার কপি, বিএমডিসি হালনাগাদ রেজি: কপি ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, ৩কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে। কেবলমাত্র বাছাইকৃতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, আল-আমিন এসোসিয়েটস (প্রা) লিমিটেড, প্লট-১২, ব্লক ই, মেইনরোড, উপশহর, সিলেট।
সুত্র: ২০ মার্চ ২০২৩, সিলেটের ডাক।আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old