ইউনিমার্ট ও শেফস টেবিল এ নিম্নোক্ত পদে জরুরি বিত্তিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
ইউনিমার্ট পদের নাম: কাস্টমার সার্ভিস এসিসটেন্ট, ক্যাশিয়ার, স্টোর এসিসটেন্ট, প্যাকার
শেফস টেবিল পদের নাম: টিম মেম্বার, টিম লিডার, ডেমি শেফ ডি পার্টি, কমিস-১, ২, ৩
যোগ্যতা: নূন্যতম এসএসসি বা এইচএসসি পাশ । তবে ডিগ্রি বা স্নাতক শিক্ষার্থীদের বিশেষ সুযোগ ।
সুপারশপ বা রেস্তোরায় কাজ করায় অভিজ্ঞদের অগ্রাধিাকার দেওয়া হবে ।
প্রয়োজনীয় সকল কাগজাদি: আপডেট সিভি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতার কপি
বেতন: আকর্র্ষণীয় বেতন ও শিফটে কাজ করার সুবিধা
সাক্ষা]কারের তারিখ: ৬ ও ৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা ।
স্থান: সোনার বাংলা কমিউনিটি সেন্টার, সুবিদবাজার, সিলেট ।
সুত্র: ০৩ ফেব্রুয়ারী ২০২৩, দৈনিক সিলেটের ডাক ।
আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old