ভূমি মন্ত্রণালয়


ভুমি মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শুন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে নিম্নোক্ত স্থায় পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশ্বে বর্ণিত শর্তে প্রক্রত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ২৮১ টি
যোগ্যতা: যেকোন কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটি্‌ট থেকে ৪বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ ।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৮/০২/২০২৩ ইং থেকে ০৯/০৩/২০২৩ ইং তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে । 

অনলাইন আবেদন লিংকwww.minland.teletalk.com.bd

আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 


 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old