Small Farmer Development Foundation

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল অনুসারে নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

পদের নাম: উপ-মহাব্যবস্থাপক
পদ সংখ্যা: ০১

পদের নাম: সহকারী-মহাব্যবস্থাপক 
পদ সংখ্যা: ০১

পদের নাম: উপ-ব্যবস্থাপক (হিসাব)
পদ সংখ্যা: ০১

পদের নাম: উপজেলা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১৭

পদের নাম: মাঠ কর্মকর্তা
পদ সংখ্যা: ২০

পদের নাম: সহকারী হিসাব রক্ষক
পদ সংখ্যা: ০২

পদের নাম: মাঠ সংগঠক
পদ সংখ্যা: ৭৫

অনলাইনে আবেদন: আগ্রহী প্রার্থীগণ আগামী ০৩ ফেব্রৃয়ারী ২০২৩ ইং তারিখের মধ্যে sfdf.teletalk.com.bd উক্ত ওয়েব সােইটের মাধ্যমে আবেদন করুন ।

আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 


 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment