বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্প খাত হিসেবে ঘোষিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পসহ দেশের সকল শিল্পের দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারির অর্থ মন্ত্রনালয়ের সহযোগীতায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । এই প্রকল্পের আওতায় বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন এর তত্ত্বাবধানে ৪মাস মেয়াদি ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইনস্টিটিউট এ বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ চলছে।
ট্রেডের নাম: মেশিন শপ প্রেকটিস- ৫ম শ্রেণি পাশ,
বয়স- ১৭ থেকে ৪০ বছর
ট্রেডের নাম: ওয়েল্ডিং- ৫ম শ্রেণি পাশ, .
বয়স- ১৭ থেকে ৪০ বছর
- প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে।
- প্রশিক্ষণ শেষে উত্তির্ণ প্রার্থিদের সার্টিফিকেট প্রদন করা হবে।
- নারী, প্রতিবন্ধি ব্যক্তি, ক্ষ্দ্র নৃ-গোষ্টি ও অনগ্রসর জনগোষ্টি ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ।
- প্রশিক্ষণ শেষে চাকরি পেতে সহায়তা প্রদান করা হবে।
আপনার প্রতিষ্ঠানের সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন: 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old