কাজী ফার্মস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: এক্সিকিউটিভ/ এসআর এক্সিকিউটিভ- কমপোস্ট প্লান্ট (ইনচার্জ)
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন এগ্রিকালচার/ এগ্রিচালচারাল ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে , কম্পিউটার ব্যবহারে মাইক্রোসফট অফিস ও এক্সেল এ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ।
কর্মস্থল: রংপুর, পঞ্চগড় , সিলেট
আবেদনের শেষ তারিখ: ২৬ জানুয়ারী ২০২৩ ইং
০২। পদের নাম: ব্রাঞ্চ ইনচার্জ
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন এগ্রিকালচার, ডিভিএম/ বিএসসি ইন এনিমেল হাসবেন্ডারী/ ব্যাচেলর/ মাস্টার্স যেকোন বিষয়ে ।
অভিজ্ঞতা: ৩-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে , কম্পিউটার ব্যবহারে মাইক্রোসফট অফিস ও এক্সেল এ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ।
কর্মস্থল: বাংলাদেশের যেকোন জায়গা
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারী ২০২৩ ইং
০৩ । পদের নাম: ট্রেইনি অফিসার
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক পাশ
অভিজ্ঞতা: ১- ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
কর্মস্থল: বাংলাদেশের যোকনো জায়গা
আবেদনের শেষ তারিখ: 31 জানুয়ারী ২০২৩ ইং
আবেদনের নিয়মাবলী: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত তৈরী করে ta@kazifarms.com এ ইমেইল করে পাঠিয়ে দিন।
সুত্র- বিডিজবস
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old