আল-হারামাইন হাসপাতাল নিয়োগ- Al-Haramain Hospital

আল-হারামাইন হসপিটাল লি. সুবহানীঘাট, সিলেট এ নিম্নোক্ত পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সুত্র: ২৭ জানু ২০২৩ ইং , দৈনিক সিলেটের ডাক।



পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট- হিস্টো ও সাইটো প্যাথলজি
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা :  বিএসসি বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি
অভিজ্ঞতা: সংশ্লিস্ট বিভাগে ২বছরের অভিজ্ঞতা থাকাতে হবে।

আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক আগামী ২৪ মে ২০২২ ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি প্রেরণ করতে হবে।
সুত্র- ১৯মে ২০২২ ইং  দৈনিক সিলেটের ডাক।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com 

 সতর্কতা: 
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment