বিশেষ গণ বিজ্ঞপ্তি- সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ-মাদ্রাসার কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা সমূহের প্রবেশ পর্যায়ে এনটিআরসিএ এর ৪র্থ গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নিম্নে বর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
শূন্যপদের বিবরণ:
স্কুল ও কলেজ এমপিওভুক্ত- ৩১৫০৮ ,
মাদ্রাসা, ব্যবসায ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান- ৩৬৮৮২ টি,
মোট= ৬৮৩৯০ টি
শূন্য পদের বিষয়ক পদ ভিত্তিক তালিকা এনটিআরসি এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ের নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীকে কাম্য যোগ্যতা সম্পন্ন হতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পদের জন্য নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা বিশেষভাবে অনুসরণীয়।
বিস্তারিত নিচের ছবিতে দেখুন
সহকারি শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি স্কুলের নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স ডিগ্রী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি।
সহকারি শিক্ষক তথ্যপ্রযুক্তি মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইন্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী বাংলাদেশ কারিগরি বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স ডিগ্রী।
প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কলেজ ও মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ক নাটক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। বর্ণিত সর্বশেষ ডিগ্রী ব্যতীত শিক্ষাজীবনে অন্যান্য যেকোন একটিতে তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য কেবলমাত্র উপযুক্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নিবন্ধনধারী প্রার্থীগণকে সহকারী শিক্ষক আইসিটি এবং
প্রভাষক আইসিটি পদে আবেদন করার অনুরোধ করা হল।
আবেদনকারীর বয়সঃ 1-1-2020 ইংরেজি তারিখে 35 বছর বা তার কম হতে হবে তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3900/2019 মামলার রায় অনুযায়ী 12/06/2818 তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সের শিথিল যোগ্য।
প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে একশত টাকা হারে ফি জমা দিতে হবে নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনের শুরুর তারিখ- 8 ফেব্রুয়ারি 2022 থেকে 22-2-2020 ইংরেজি পর্যন্ত। আবেদন করুন এখানে
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old