সিলেট আইডিয়াল স্কুল ও কলেজ- Sylhet Ideal School and Pud

সিলেট আইডিয়াল ট্রাস্টের অন্যতম একটি প্রতিষ্ঠান, সিলেট আইডিয়াল স্কুল ও কলেজ, আখালীয়া, সিলেট এর জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে । 

পদের নাম: পদার্থ, রসায়ন, তথ্য ও যোগযোগ প্রযক্তি, ইংরেজি, গণিত ও কম্পিউটার অপারেটর 
যোগ্যতা: স্নাতক পাশ (তবে বিশ্ব-বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বিবেচনা করা হবে )

বেতন: আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজাদিসহ কলেজের অফিসে যোগাযোগ করুন ।

আবেদন পাঠানোর ঠিকানা: সিলেট আইডিয়াল কলেজ, বিজিবি ২নং গেইট, আখালিয়া, সিলেট ।
সুত্র: ২৬ ডিসেম্বর ২০২২, সিলেটের ডাক

আপনার প্রতিষ্ঠানের নিয়োগ সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুন 09638-483724, 01919-215984 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 


সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। জবসিলেট.কম হচ্ছে চাকরির খবর পত্রিকা । আমরা বিভিন্ন পত্রিকা বা উৎস থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment