রেডেক্স- ReDX

রেডেক্স কোরিয়ার সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে নিজস্ব মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করতে আগ্রহী, নিদিষ্ট সময়ের মধ্যে ;গ্রাহকের কাছে পারসেল পৌছে দেওয়ার লক্ষ্যে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।


পদের নাম: ডেলিভারি এজেন্ট
যোগ্যতা: এসএসসি বা এইচএসসি । নিজস্ব মোটরবাইক ও স্মাটফোন থাকতে হবে ।

সুবিধা সমুহ: 
  • নিজ জেলায় / নিজ থানায় কাজের সুবিধা।
  • যত বেশি করে ডেলিভারি দিবেন তত বেশি আয় করতে পারবেন ।
  • আরো আকর্ষনীয় সুযোগ সুবিধা ।

কর্মস্থল: সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২২
আবেদন লিংক: https://forms.gle 

সুত্র: জার্নিমেকারজবস

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 


সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old