রেডেক্স কোরিয়ার সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে নিজস্ব মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করতে আগ্রহী, নিদিষ্ট সময়ের মধ্যে ;গ্রাহকের কাছে পারসেল পৌছে দেওয়ার লক্ষ্যে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
পদের নাম: ডেলিভারি এজেন্ট
যোগ্যতা: এসএসসি বা এইচএসসি । নিজস্ব মোটরবাইক ও স্মাটফোন থাকতে হবে ।
সুবিধা সমুহ:
- নিজ জেলায় / নিজ থানায় কাজের সুবিধা।
- যত বেশি করে ডেলিভারি দিবেন তত বেশি আয় করতে পারবেন ।
- আরো আকর্ষনীয় সুযোগ সুবিধা ।
কর্মস্থল: সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২২
আবেদন লিংক: https://forms.gle
সুত্র: জার্নিমেকারজবস
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old