Sylhet Diabetic Association

সিলেট ডায়াবেটিক সমিতি পরিচালিত সিলেট ডায়াবেটিক িএন্ড জেনারেল হাসপাতালের ইনডোর বিভাগের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভাবে নিম্নোক্ত পদে নিয়োগগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


পদের নাম: মেডিকেল অফিসার 
শুন্যপদ : ০১ টি

পদের নাম:  ডেন্টাল সার্জন
শূন্যপদ : ০১ টি

পদের নাম:  ডিপ্লোমা নার্স
শূন্যপদ : ০১ টি

পদের নাম:  ফার্মেসি সহকারী
শূন্যপদ : ০১ টি

আগ্রহী যোগ্য প্রার্থীগন সদ্যতোলা ২কপি ছবি, পূর্নাঙ্গজীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতার কপি, চারিত্রিক সনদ সহ আগামী ১০ নভেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে দাখিল করতে হবে।

৪নং পদে নির্বাচিত প্রার্থীকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে ২জন জামিনদারসহ জামিননামা দাখিল করতে হবে।  সুত্র: ০৩ নভেম্বর ২০২২, দৈনিক সিলেটের ডাক।


আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment