আইসিটি কোচিং সেন্টার, ৮নং ওয়ার্ড, পাঠানটুলা, রাইটওয়ে স্কুল সংলগ্ন, সিলেট এ শূন্যপদে সহকারি শিক্ষক শিক্ষিকা বিভিন্ন পদে মোট ৮জন নিয়োগ করা হবে ।
পদের নাম: সহকারি শিক্ষক
বিষয়: ইংরেজি, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান- প্রতি পদে ০২ জন
আগ্রহী প্রার্থীগণ আগামী ১৭ নভেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে আবেদন করুন । শিক্ষাগত যোগ্যতা বিএ অথবা অনার্স ২য় বা ৪র্খ বর্ষে অধ্যয়নরত অথবা এমএ পাশ ।
যোগযোগের ঠিকানা: আইসিটি কোচিং সেন্টার , ৮নং ওয়ার্ড, কুচারপাড়া, পাঠানটুলা, রাইটওয়ে স্কুল সংলগ্ন, সিলেট ।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old