প্রভাষক নেবে রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ- Rakhalganj Kailash Chandra High School and College

রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ, পো: রাখালগঞ্জ, দক্ষিন সুরমা, সিলেট এর জন্য নিম্ন বর্ণিত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


পদের নাম: প্রভাষক
বিষয়: বাংলা,িইংরেজি, আইসিটি, ইসলামের ইতিহাস, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং ও বীমা 
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিস্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর 
বেতন: আলোচনা সাপেক্ষে ।

আগ্রহী প্রার্থীগণ ২কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করুন  আগামী ৩০ নভেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে । উপর্যু্ক্ত বিষয়ের আলোকে অস্থায়ী ভিত্তিতে প্রতিটি পদে ০১ জন করে প্রভাষক নিয়োগ করা হবে। 

সুত্র: ১২ নভেম্বর ২০২২, সিলেটের ডাক ।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment