দারুন নাজাত মডেল মাদ্রাসা- Darun Najat Model Madrasa

দারুন নাজাত মডেল মাদ্রাসা, ইসলাম মঞ্জিল, ৯/১ মেঘনা-িএ দাড়িয়া পাড়া, জিন্দাবাজার, সিলেটর জন্য বিভিন্ন নিয়োগ বিজ্ঞপিত্ প্রকাশ করেছে ।


 ০১ । পদের নাম: সিনিয়র শিক্ষক, (হাফেজ/হাফিজা) ০২জন
যোগ্যতা: হাফিজ+ কামিল
বেতন: ১০ হাজার থেকে ১৫ হাজার

০২। পদের নাম: সহকারী শিক্ষক নূরানী (আরবি, বাংলা, ইংরেজি) – ০৩জন
যোগ্যতা:  কামিল/ দাওরায়ে হাদিস
বেতন: ০৯ হাজার থেকে ১২ হাজার

০৩। পদের নাম: সহকারী শিক্ষক (গণিত, বাংলা, ইংরেজি) – ০৩জন
যোগ্যতা:  বিএ/অনার্স
বেতন: ০৯ হাজার থেকে ১২ হাজার

০৪। পদের নাম: সহকারী শিক্ষক (শরীরচর্চা, অফিস, কম্পিউটার) – ০২জন
যোগ্যতা:  আলিম/ এইচএসসি 
বেতন: ০৮ হাজার থেকে ১১ হাজার

০৫। পদের নাম: পিয়ন/বাবুর্চি/সিকিউরিটি – ২জন
যোগ্যতা:  ৮ম শ্রেণি
বেতন: ০৭ হাজার থেকে ১০ হাজার

আগ্রহী প্রার্থীগন প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ আবেদন আগামী ২৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে পরিচালক বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন পত্র জমা দিতে হবে । সকল পদে ২বছরের অভিজ্ঞতা প্রযোজ্য । 

সুত্র: সিলেটের ডাক, ২৪ নভেম্বর ২০২২ইং


আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old