তিরাশীগ্রাম
ও মায়াধরপুর কেন্দ্রিয় জামে মসজিদ, পো: খালোমুখবাজার, মোগলাবাজার, সিলেট এর জন্য যোগ্যতা
সম্পন্ন ০১জন ইমাম নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই কামিল পাশ হতে হবে। পূর্বে ইমামতি
করার অভিজ্ঞতা থাকতে হবে । প্রার্থীগণ আগামী ১৮ নভেম্বর ২০২২ ইং শুক্রবার সকল যোগ্যতার
কপি, জাতীয় পরিচয় পত্রের কপিসহ তিরাশীগ্রাম ও মায়াধরপুর মসজিদে উপস্থিত থাকবেন । মোবাইল:
01759-862080 মোতাওয়াল্লী ।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old