জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিমান্তিক, সিলেট সহ বিভিন্ন জেলায় সীমান্তিকের অধীনে নারী ও শিশুদের স্বাস্থ্যগত উন্নয়ন ও উদ্দিষ্ট জনগোষ্টির আচরণ পরিবর্তন ও মান সম্পন্ন স্বাস্থ্য সেবা দান ও পুষ্টি ও সেবাপ্রদান করা । সোসাল মার্কেটিং কোম্পানীর অর্থায়নে কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
০১। পদের নাম: সাপোর্ট স্টাফ
শুন্য পদ: ০১ টি
শিক্ষগত যোগ্যতা: এসএসসি পাশ
শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করুন।
বেতন: ১০০০০ মাসিক । স্ংস্থার নিয়মানুযায়ী অণ্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। যাতায়ত ভাতা মোবাইল বিল প্রদান করা হবে।
০২। পদের নাম: কমিউনিটি মবিলাইজার
শুন্যপদ: ০৭ টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
শুধু মাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন: ১৩০০০ মাসিক । সংস্থার নিয়মানূযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। বৈশাখী ভাতা, উৎসব ভাতা, মোবাইল বিল ইত্যাদি।
কর্মস্থল: মৌলভীবাজার (কুলাউড়া) ও সিলেট (কানাইঘাট)
০৩। উপজেলা সুপারভাইজার
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ
কর্মস্থল: চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া
বেতন: ১৭০০০ মাসিক । সংস্থার নিয়মানূযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। বৈশাখী ভাতা, উৎসব ভাতা, মোবাইল বিল ইত্যাদি।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গজীবণবৃত্তান্তসহ খামের উপর পদের নাম কর্মএলাকা উল্লেখ করে, মোবাইল নাম্বার, সকল শিক্ষাগত যোগ্যতার কপিসহ আবেদন করুন সীমান্তিক কমপ্লেক্স, মাছিমপুর, সিলেট (আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সর পাশে) সরাসরি অথবা ইমেইলে আবেদন করুন। ইমেইল: hr.shimantikhd@gmail.com
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২২
সুত্র: বিডিজবস
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old