শাহজালাল সিটি কলেজ, সিলেট এর জন্য বিভিন্ন পদে প্রভাষক/ কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রভাষক পদের নাম: বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনিতি, পৌরনীতি, সমাজকর্ম, গার্হস্থ্য বিজ্ঞন, কৃষিশিক্ষা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপদান বিপনন ব্যবস্থাপনা, পদে ০১ জন করে
অফিসের জন্য : ইনফরমেশন অফিসার, জনসংযোগ কর্মকর্তা, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, সিকিউরিটি গার্ড, এমএলএসএস ও পরিচ্ছন্নতাকর্মী – প্রতি পদে ০১জন
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ০৭ দিনের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন পত্র পৌছাতে হবে। খামের উপর স্ব-স্ব পদের নাম উলে্লখ করতে হবে। সকল পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: গার্ডেন টাওয়ার, সিলেট। সুত্র: ২৯ সেপ্টেম্বর ২০২২, সিলেটের ডাক।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old