শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের জন্য এক ০১ জন ড্রাইভার পদে লোক নিয়োগের লক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বেতন: ৯৭০০-২৩৪৯০/-
যোগ্যতা: প্রার্থীগণকে নূন্যতম ৮ম শ্রেণি পাশসহ মধ্যম লাইসেন্সধারী হতে হবে। গাড়ি মেরামত কাজে অভিজ্ঞ ও ভারী লাইসেন্সধারীদের অগ্রাধিকার।
প্রার্থীর বয়স: সবোর্চ্চ ৩৫বছর।
আবেদনপত্র জমাদান: রেজিস্ট্রার অনুকুলে সিলেট শহরের যেকোন তফসিলি ব্যাংকের শাখার উপর ড্রাইভার পদের জন্য ২০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমুল্যের পে-অর্ডারসহ পাসপোর্ট সাইজের ৪কপি ছবি সত্যায়িত, সকল সনদপত্র সত্যায়িত কপি, ৮সেট দরখাস্ত আগামী ২০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিথের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌছাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old