হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সিলেট – Hafcha Majumdar Women’s Degree College, Sylhet

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, পো: থানা বাজার, উপজেলা: জকিগঞ্জ: সিলেটের জন্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


পদের নাম: উপাধ্যক্ষ, অফিস সহকারি কাম-হিসাব সহকারি, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ল্যাব সহকারী আইসিটি, ল্যাব সহকারী ২য় পদ পদার্থ, ল্যাব সহকারী ৩য় পদ রসায়ন, ল্যাবসহকারী ৪র্থপদ উদ্ভিদ ও প্রাণী বিদ্যা, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ্য প্রহরী, ৪জন অফিস সহায়ক

খন্ডকালিন প্রভাষক বাংলা-০১, ইংরেজি-০২ নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন।
সুত্র: ২৮ সেপ্টেম্বর ২০২২, সিলেটের ডাক।
old

Leave a Comment