বিশাল নিয়োগ শাহিন স্কুল, সিলেট এর সকল শাখায়- Shahin School Sylhet

শাহিন স্কুল, সিলেট এর সকল শাখায় একসাথে বিভিন্ন পদে কিছু সংখ্যক সৎ যোগ্য দক্ষ ও সুন্দর হাতেরলেখার অধিকারী শিক্ষক শিক্ষিক্ষা নিয়োগ করা হবে। নিম্নোক্ত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


০১। পদের নাম: সহকারী শিক্ষকা
⧪ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সমমান/অনার্স অধ্যয়রত
শ্রেণি: প্লে-৫ম শ্রেণি
পদ সংখ্যা: ২০ জন

০২। পদের নাম: সহকারী শিক্ষক/শিক্ষিকা
বিষয়: বাংলা িইংরেজি, গণিত ও বিজ্ঞান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সমমান
শ্রেণি: ৬ষ্ট-১০ম শ্রেণি
পদ সংখ্যা: ২০ জন

০৩। পদের নাম: সহকারী শিক্ষক/শিক্ষিকা
⧪ বিষয়: ইতিহাস ও সমাজবিজ্ঞান
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান / ভুগোল বিষয়ে স্নাতক সমমান
শ্রেণি: ৬ষ্ট-১০ম শ্রেণি
পদ সংখ্যা: ৪জন

০৪। পদের নাম: সহকারী  শিক্ষক/শিক্ষিকা
⧪ বিষয়: ডিজিটাল প্রযুক্তি
শিক্ষাগত যোগ্যতা: আইসিটিতে প্রশিক্ষণ প্রাপ্ত / যেকোন বিষয়ে স্নাতক সমমান
শ্রেণি: ৬ষ্ট-১০ম শ্রেণি
পদ সংখ্যা: ৪জন

০৫। পদের নাম: সহকারী  শিক্ষক/শিক্ষিকা
⧪ বিষয়: জীবন ও জিবিকা
শিক্ষাগত যোগ্যতা: কৃষি শিক্ষা বা ব্যবসায় শিক্ষা  বিষয়ে স্নাতক সমমান
শ্রেণি: ৬ষ্ট-১০ম শ্রেণি
পদ সংখ্যা: ৪জন

০৬। পদের নাম: সহকারী  শিক্ষক/শিক্ষিকা
⧪ বিষয়: স্বাস্থ্য সুরক্ষা
শিক্ষাগত যোগ্যতা: শারিরিক শিক্ষা/গার্হস্থ অর্থনীতি/জীববিজ্ঞান বিষয়ে স্নাতক সমমান
শ্রেণি: ৬ষ্ট-১০ম শ্রেণি
পদ সংখ্যা: ৪জন

০৭। পদের নাম: সহকারী  শিক্ষক/শিক্ষিকা
⧪ বিষয়: ইসলাম ধর্ম
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ফাযিল পাশ(নূরানী প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার)
শ্রেণি: ৬ষ্ট-১০ম শ্রেণি
পদ সংখ্যা: ৪জন

০৮। পদের নাম: সহকারী  শিক্ষক/শিক্ষিকা
⧪ বিষয়: শিল্প ও সংস্কৃতি
শিক্ষাগত যোগ্যতা: চারু ও কারু কলা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত / যেকোন বিষয়ে স্নাতক সমমান
শ্রেণি: ৬ষ্ট-১০ম শ্রেণি
পদ সংখ্যা: ৪জন

০৯। পদের নাম: পিয়ন, আয়া , দারোয়ান, বাবুর্চি 
পদ সংখ্যা: ১০টি

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের শর্তাবলী: 
প্রার্থীকে আগামী ১৩ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে ১০০ টাকার বিনিময়ে যে শাখায় চাকরি করতে ইচ্ছুক ঐ শাখা হতে ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
  • আবেদন ফরমের সাথে ২কপি ছবি সংযুক্ত করতে হবে।
  • প্রার্থীর বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
লিখিত পরীক্ষা: ১৫/১০/২০২২ ইং।
আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ঠিকানা: শাহিন স্কুল, সিলেট শাখা, আম্বরখানা মোবাইল: 017785-69650, শিবগঞ্জ শাখা মোবাইল: 01716-222345, শাহপারান শাখা মোবাইল: 01716-313423, বাগবাড়ি শাখা মোবাইল: 01716-577670


আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com


সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old