এসওএস চিলড্রেন ভিলেজেস ইন্টা নিয়োগ- SOS Children Village International

এসওএস চিলড্রেন ভিলেজেস ইন্টা. বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। পরিবার থেকে বিচ্ছিন্ন ও মাতা পিতার আদর সত্ন থেকে বঞ্চিত শিশুদের কল্যানে কাজ করে এই সংস্থাটি।


কার‌্যক্রম : বাংলাদেশে ১৯৭২ সালে এসওএস এর কার‌্যক্রমটি চালু হয়। বর্তমানে সিলেট ঢাকা, রাজশাহী , খুলনা, চট্টগ্রাম , বাগেরহাটে এই কার‌্যক্রমটি চলছে।

এসওএ চিলড্রেন ভিলেজের যে কোন একটি ঘরের দায়িত্ব গ্রহন করে উক্ত ঘরের শিশুদের মাতৃস্নেহে লালনপালনের দায়িত্ব মায়ের । তাকে সাহায্য করার জন্য রয়েছে খালা। এসওএস সিলেট মা ও খালা পদে কিছু সংখ্যক লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com


সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old