এসওএস চিলড্রেন ভিলেজেস ইন্টা. বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। পরিবার থেকে বিচ্ছিন্ন ও মাতা পিতার আদর সত্ন থেকে বঞ্চিত শিশুদের কল্যানে কাজ করে এই সংস্থাটি।
কার্যক্রম : বাংলাদেশে ১৯৭২ সালে এসওএস এর কার্যক্রমটি চালু হয়। বর্তমানে সিলেট ঢাকা, রাজশাহী , খুলনা, চট্টগ্রাম , বাগেরহাটে এই কার্যক্রমটি চলছে।
এসওএ চিলড্রেন ভিলেজের যে কোন একটি ঘরের দায়িত্ব গ্রহন করে উক্ত ঘরের শিশুদের মাতৃস্নেহে লালনপালনের দায়িত্ব মায়ের । তাকে সাহায্য করার জন্য রয়েছে খালা। এসওএস সিলেট মা ও খালা পদে কিছু সংখ্যক লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old