এইচএসসি পাশে ১০০ জন নিবে বিমান বাংলাদেশ এয়ারলাইস্নে নিয়োগ- Biman Bangladesh

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লি এ যোগ্য বাংলাদেশী নারী নাগরিকদের নিকট থেকে চুক্ত ভিত্তিক ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

পদের নাম: ফ্লাইট স্টুয়ার্ডেস
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
বেতন ভাতা: ১৫৯০০ – ৩৮৪০০/- , উৎসব ভাতা, দেশে ও বিদেশে প্রশিক্ষণ, বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়ত সুবিধা, উন্নত চিকিৎসা, ইউনিয়র্ম ভাতা।
পদ সংখ্যা: ১০০ টি

আবেদনের তারিখ: ১৯-০৯-২০২২ থেকে ১৮-১০-২০২২ পর্যন্ত।
আবেদন লিংক: bbal.teletalk.com.bd


আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old