অধ্যক্ষ নেবে জৈন্তিয়া ডিগ্রি কলেজ

সিলেটে নিয়োগ: জৈন্তিয়া ডিগ্রি কলেজ, পো: দরবস্ত, জৈন্তাপুর, সিলেট এ সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর বিধিমোতাবেক শুন্যপদে অধ্যক্ষ  নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ কে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজাদিসহ আবেদন করুন গভর্ণিং বডির সভাপতি বরাবর। সুত্র- ০৫ সেপ্টে ২০২২ ইং সিলেটের ডাক পত্রিকা।

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old