অধ্যক্ষ নিবে শাহজালাল কলেজ, সিলেট- Principal Shahjalal College, Sylhet

নিয়োগ দিচ্ছে হযরত শাহজালাল রহ. কলেজ, চিকনাগুল, জৈন্তাপুর, সিলেট এর জন্য শুন্য পদে অ্ধ্যক্ষ নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন -২০১৯ ৈএবং সরকারের সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী।

বেতন: ৪৩০০০-৬৯৮৫০/-

শর্তাবলী: 
আবেদনকারীকে সভাপতি গভর্নিং বডি বরাবর আবেদন করতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ৩কপি ছবি সম্প্রতি তোলা, জাতীয় পরিচয় পত্রের কপি, শিক্ষাগত যোগ্যাতার কপি, অভিজ্ঞতার সনদ, ১ম ও শেষ এমপিও সত্যায়িত কপি সহ আবেদন করতে হবে। 
আবেদনের সাথে মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে।
আবেদনকারীকে ১হাজার টাকার ব্যাংক ড্রাফট ব পে-অর্ডার প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২২,  সুত্র: ০১ সেপেটমর ২০২২, দৈনিক জৈন্তা বার্তা।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old