নিয়োগ দিচ্ছে হযরত শাহজালাল রহ. কলেজ, চিকনাগুল, জৈন্তাপুর, সিলেট এর জন্য শুন্য পদে অ্ধ্যক্ষ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন -২০১৯ ৈএবং সরকারের সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী।
বেতন: ৪৩০০০-৬৯৮৫০/-
শর্তাবলী:
আবেদনকারীকে সভাপতি গভর্নিং বডি বরাবর আবেদন করতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ৩কপি ছবি সম্প্রতি তোলা, জাতীয় পরিচয় পত্রের কপি, শিক্ষাগত যোগ্যাতার কপি, অভিজ্ঞতার সনদ, ১ম ও শেষ এমপিও সত্যায়িত কপি সহ আবেদন করতে হবে।
আবেদনের সাথে মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে।
আবেদনকারীকে ১হাজার টাকার ব্যাংক ড্রাফট ব পে-অর্ডার প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২২, সুত্র: ০১ সেপেটমর ২০২২, দৈনিক জৈন্তা বার্তা।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old