প্রতিষ্ঠানের নামঃ সৈয়দ আফরোজ ফিরুজ একাডেমি, ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়ের নাম: ইংরেজি-০২, গণিত/বিজ্ঞান-৩জন, ব্যবসায় শিক্ষা-০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর
আগ্রহী প্রার্থীগণকে আগাামী ৩১ আগষ্ট ২০২২ ইং তারিখে বেলা ১০টা ৩০মি প্রয়োজনীয় সকল মূল কাগজপত্রসহ লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য একাডেমিতে উপস্থিত থাকতে হবে।
অধ্যক্ষ
০১৭২১-৫২০৭৩২
সুত্র: ১৭/০৮/২০২২ সিলেটের ডাক,
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old