Sayed Afroz Feroz Academy

প্রতিষ্ঠানের নামঃ সৈয়দ আফরোজ ফিরুজ একাডেমি, ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়ের নাম:  ইংরেজি-০২,  গণিত/বিজ্ঞান-৩জন, ব্যবসায় শিক্ষা-০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর

আগ্রহী প্রার্থীগণকে আগাামী ৩১ আগষ্ট ২০২২ ইং তারিখে বেলা ১০টা ৩০মি প্রয়োজনীয় সকল মূল কাগজপত্রসহ লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য একাডেমিতে উপস্থিত থাকতে হবে।
অধ্যক্ষ
০১৭২১-৫২০৭৩২
সুত্র: ১৭/০৮/২০২২ সিলেটের ডাক,

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old