১নং প্রতিষ্ঠান: মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পো: মানিককোনা, ফেঞ্চগঞ্জ, সিলেট এর জন্য খন্ডকালিন শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারি শিক্ষক বিএসসি গণিত-০1, সহকারি শিক্ষক (ইংরেজি)- 01
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে মোবাইল নাম্বার উল্লেখপুর্বক প্রয়োজনীয় কাগজাদি সহ আবেদন করুন অধ্যক্ষ বরাবর, মোবাইল: 01742-286053
সুত্র: ২২ আগষ্ট ২০২২, সিলেটের ডাক
২নং প্রতিষ্ঠান: বরায়া উচ্চ বিদ্যালয়, পো: বরায়া, গোলাপগঞ্জ, সিলেট এর জন্য সরকারি বিধি মোতাবেক শুন্য পদে মাধ্যমিক স্কুলে শিক্ষকতায় ১০বছর অভিজ্ঞতা সম্পন্ন ইংরেজিতে পারদর্শি ০১ জন সহকারি প্রধানশিক্ষক, সৃষ্টপদে কারিগরি শাখায় রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এ দুইজন ল্যাব সহকারী নিযোগ করা হবে।
আগ্রহী প্রার্থীগণ সহকারি শিক্ষক পদের জন্য1000 টাকা ও ল্যাব সহকারি পদে 500 টাকার পোস্টাল অর্ডার সহ প্রয়োজনীয় কাগজাদিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে প্রধানশিক্ষক বরাবর আবেদন করুন ।
সুত্র: ২৪ আগষ্ট ২০২২, সিলেটের ডাক।
৩নং প্রতিষ্ঠান: আল্লামা আব্দুল মুকিত মনজালালী একাডেমি, আলমদীন, মনজলাল সাহেববাড়ি, ডাক: জালালপুর, দক্ষিণ সুরমা, সিলেট এর জন্য বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কলেছে।
পদের নাম: ইংরেজি-০1 (মাস্টার্স/কামিল), গণিত বিষয়ে(বিএসসি)-01, আরবি বিষয়ে(কামিল)-01 জন, সাধারণ শিক্ষক (মাস্টার্স/কামিল)-01 জন, করম্চারি(দপ্তরি ৮ম শ্রেণিপাশ)-01জন,
বেতন আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন দুপুর ১.০০ ঘটিকা সময়ের মধ্যে । সুপার: 01729-135547,
সুত্র: ২৪ আগষ্ট ২০২২, সিলেটের ডাক।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old