এইচএসসি পাশে নিয়োগ দিচ্ছে আল-হারামাইন হসপিটাল

আল-হারামাইন হসপিটাল, লি: এ নিম্নোক্ত পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


পদের নাম: ফার্মেসী এসিসট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
বি:দ্র: হাসপাতালের ফার্মেসীতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এবং C-Grade রেজি: প্রাপ্তদের অগ্রাধিকার।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত মোবাইল নাম্বার সহ, আগামী ১০ আগষ্ট ২০২২ রোজ বুধবার নিম্ন িঠকানায় সরাসরি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

আবেদন পাঠানোর ঠিকানা: আল-হারামাইন হসপিটাল, সুবহানীঘাট, সিলেট।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old