সুজাউল নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়- shujaul nimn madhyamik school

সুজাউল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পোস্ট সুজাউল মাদ্রাসা উপজেলা বড়লেখা জেলা মৌলভীবাজার এর জন্য সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী একজন করে পরিচ্ছন্নতাকর্মী নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ থেকে 35 বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে পাঁচশত টাকার ব্যাংক প্রাপ্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ 2 কপি ছবি সহ আবেদন করুন প্রধান শিক্ষক বরাবর। 

সুত্র: 5-6-2020 ইংরেজি দৈনিক যুগান্তর পত্রিকা।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com 

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old