সিলেট কিডনী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি- Sylhet Kidney Foundation

সিলেট কিডনী ফাউন্ডেশন এ ডায়ালাইসিস ও অন্যান্য আনুসঙ্গিক সেবা দান কারী প্রতিষ্ঠান নিম্নে বর্ণিত পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

পদের নাম: মেডিক্যাল অফিসার
পদ সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস , বিএমডিসি নিবন্ধিত। ডায়ালাইসিস /আইসিইউ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: স্টাফ নার্স
পদ সংখ্যা: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আগ্রহী প্রার্থীগণকে পুর্ণাঙ্গজীবণবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি ও ২কপি ছবি েএবং প্রয়োজনীয় সকল কাগজাদিসহ আবেদন করুন নিম্নোক্ত ঠিকানায় ।

আবেদন পাঠানোর ঠিকানা: কিডনি ফাউন্ডেশন সিলেট, সৈয়দ প্লাজা, ৪র্থতলা, মাল্টিপ্লান শাহজালাল সিটি, ব্লক-ডি, উপশহর, সিলেট।
আবেদন পাঠানোর শেষ তারিখ: ২০ জুন ২০২২ ইং, 
সুত্র- ৯ জুন ২০২২ দৈনিক উত্তরপুর্ব।

 আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com 

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment