বিভিন্ন পদে সিলেট ইম্পেরিয়াল হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি – Sylhet imperial hospital

 সিলেট ইমপেরিয়াল হসপিটাল সিলেট শহরের নাইওরপুল অবস্থিত নিম্নবর্ণিত পদ সমূহে জনবল নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগের জন্য অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম: পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
ফার্মাসিস্ট ০২ ডিপ্লোমা ইন ফার্মেসী বা ৪বছর মেয়াদি ফার্মেসী কোর্স
স্টাফ নার্স ১০ বিএসসি বা ডিপ্লোমা ইন নার্সিং
মেডিকেল টেকনোলজিস্ট ০৩ বিএসসি ইন মেডিকেল টেকনোলজি
মেডিকেল টেকনিশিয়ান(রেডিলজি এন্ড ইমেইজিং) ০২ ৩/৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন রেডি:
মেডিকেল টেকনিশিয়ান (ল্যাব) ০২ ডিপ্লোমা ইন প্যাথলজি


বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই ২০২২ ইং
আবেদন করুন: এখানে

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

 সতর্কতা: 
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old