জননী ফুড এন্ড বেভারেজ লিমিটেড, একটি ভোগ্য পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান। সারাদেশব্যাপী নিম্নলিখিত পদ সমূহে কিছুসংখ্যক দক্ষ পরিশ্রমই লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ সরাসরি অথবা ডাকযোগে সিভি পাঠাতে হবে।
পদের নাম: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: আটটি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে বিবিএ অথবা এমবিএ অথবা বিএসসি পাস। পাঁচ বছরের মার্কেটিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার
পদ সংখ্যা: ১৬ টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে বিবিএ অথবা এমবিএ অথবা বিএসসি পাশ। দুই বছরের মার্কেটিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ
পদ সংখ্যা: 300 টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা এইচএসসি পাস প্রার্থীর বয়স 20 থেকে 30 বছর।
আবেদন পাঠানোর ঠিকানা: জননী ফুড এন্ড বেভারেজ লিমিটেড, অনামিকা 408/3, রোড নং- 7, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: 30 জুন 2022 ইংরেজি। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ ও সময় জানানো হইবে।
সুত্র- 05/06/2022 ইংরেজি, বাংলাদেশ মিডিয়া।
সতর্কতা: আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি। সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
old