প্রতিষ্ঠানের নামঃ
সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, পো: তোয়াকুল, গোয়াইনঘাট, সিলেট এর জন্য সরকারি বিধিমোতাবেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ০১ জন করে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া নিয়োগ করা হবে।প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজাদিসহ প্রধানশিক্ষক বরাবর আবেদন করুন। সুত্র- মোবাইল- ০১৭১২-৯৬০৪৯০ (প্রধানশিক্ষক)
সুত্র- ৩১ মে ২০২২ ইং দৈনিক সিলেটের ডাক পত্রিকা।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old