হযরত শাহজালাল রহ. ফাজিল মাদ্রাসা- Shahjalal Rh. Fazil Madrasah

হযরত শাহজালাল রহ. ফাজিল মাদ্রাসা, পো: গোয়ালাবাজার, ওসমানী নগর, সিলেট এ সরকারি বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী -২০২০ অনুযায়ী বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে।


পদের নাম: উপাধ্যক্ষ, ল্যাব সহকারী (আইসিটি সহ আলিম বা এইচএসসি বিজ্ঞান ), পরিচ্ছন্নতাকর্মী,  এবং ফাজিল স্তরের জন্য অফিস সহায়ক(জেএসসি পাশ)- প্রতি পদে ০১জন করে।

আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন। সুত্র- 18 মে 2022 সিলেটের ডাক।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old