সচিব নিয়োগ: স্থানীয় সরকার বিভাগের জারিকৃত ছাড়পত্র মোতাবেক সিলেট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ইউনিয়ন সচিবের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে চাকরির আবেদন দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদ সংখ্যা : ১১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০২৫ মোতাবেক ১৪তম বেতন গ্রেড ১০২০০ – ২৪৬৮০/- (ইউনিয়ন কর্তৃক ২৫% এবং ৭৫% পাবেন সরকার কর্তৃক হারে বেতন ভাতা।)
আবেদ্রনের নিয়মাবলী: প্রার্থীকে জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পাঠানোর তারিখ: নির্ধারিত ফরমে আগামী ২০ জুন ২০২২ েইং তারিখের মধ্যে আবেদন পৌছাতে হবে।
যেকোন বিষয়ে জানতে ফেসবুকে অথবা ইমেইলে স্কিনশট সহ দিন।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old