প্রতিষ্ঠানের নাম: উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়, পোস্ট: রেঙ্গা হাজীগঞ্জ বাজার, উপজেলা: ফেঞ্চুগঞ্জ, সিলেট এর জন্য নিম্নলিখিত বিষয়ে ০১ জন করে মোট ৩ জন খন্ডকালিন শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারী শিক্ষক ইংরেজি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সম্মান ডিগ্রী।
পদের নাম: সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
পদের নাম: সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা
শিক্ষাগত যোগ্যতা: কামিল পাশ।
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিন প্রধান শিক্ষক বরাবর।
সুত্র:১৯ মে 2022 ইংরেজি, দৈনিক সিলেটের ডাক।
প্রতিষ্ঠানের নামঃ শাহ আনোয়ার কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসা, ডাক: কোম্পানীগঞ্জ, সিলেট এর জন্য সরকারী বিধি মোতাবেক ও এমপিও নীতিমালা অনুযায়ী বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে।
পদের নাম: সুপার ও সহকারী সুপার- কামিল নিবন্ধন পাশ।
পদের নাম: অফিস সহকারী- এইচএসসি বা সমমান পাশ।
পদের নাম: দপ্তরী ও নৈশপ্রহরী- জেএসসি বা সমমান পাশ।
আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ৩১ মে 2022 ইংরেজি তারিখের মধ্যে সভাপতি বরাবর প্রেরণ করতে হবে। সুত্র: ১৭ মে 2022 ইংরেজি দৈনিক সিলেটের ডাক।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old