শাহজালাল ইসলামিক আইডিয়াল স্কুল , কসকনকপুর,ডাকঘর- ব্রাক্ষণগ্রাম. উপজেলা- জকিগঞ্জ জেলা- সিলেট এ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: সহকারি শিক্ষক ৫জন (গণিত. বিজ্ঞান ও ইংরেজি)
শিক্ষাগত যোগ্যাতা: স্নাতক বা সমমান। (তবে অভিজ্ঞদের শিথিলযোগ্য)
আগ্রহীপ্রার্থীগণ ১৬ মে ২০২২ ইংরেজি তারিখের মধ্যে আবেদন লিখে প্রয়োজনীয় কাগজাদি সহ সভাপতি বরাবর আবেদন করুন ডাকযোগে অথবা সরাসরি। মোবাইল- 01728-815937
সুত্র- 10 মে ২০২২ সিলেটের ডাক।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old