মৌলভীবাজার ও সিলেটে চাকরির সুযোগ

মৌলভীবাজারে চাকরি: পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়, পো: নয়াবাজার, জুড়ি, মৌলভীবাজার এর জন্য সরকারি বিধি মোতোবেক শুন্যপদে লোক নিয়োগ করা হবে।

পদের নাম: সহকারী প্রধান শিক্ষক-০১ জন, পরিচ্ছন্নতাকর্মী-০১, নৈশ্যপ্রহরী-০১জন, আয়া-০১, অফিস সহায়ক-০১জন
আগ্রহী প্রার্থীগণ সহকারী শিক্ষক পদে এক হাজার টাকা ও অন্যান্য পদে ৫শত টাকার ব্যাংক ড্রাফট জনতা ব্যাংক , জুড়ি শাখায় সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদন করুন। সুত্র- ১৭ মে ২০২২ যুগান্তর।


সিলেটে চাকরি: ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়, পো- মুন্সিপাড়া, জাকিগঞ্জ, সিলেট এর জন্য সরকারি বিধি মোতাবেক শুন্য পদে অফিস সহায়ক ও আয়া প্রতি পদে ০১জন করে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজাদি সহ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে। সুত্র- ১৮ মে ২০২২ সমকাল পত্রিকা।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old

Leave a Comment