বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজ, বিজিবি সেক্টর, আখালিয়া, সিলেট এ নিম্নোক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: প্রভাষক (তথ্য ও যোগযোগ প্রযুক্তি)
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান।
পদের নাম: প্রভাষক, পদার্থবিজ্ঞান (খন্ডকালিন)
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: ৪বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর।
আবেদনের শর্তঃ
আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গজীবন বৃত্তান্ত লিখে মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে, সকল সনদপত্রের কপি, নম্বরপত্রের কপি, অভিজ্ঞাতা সনদ, পাসপোর্ট সাইজের ২কপি ছবি,সহ আবেদন পত্র জমা দিতে হবে।
পরীক্ষার ফিস: ১ নং পদের জন্য ১হাজার টাকা, ২নং পদের জন্য ৮০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
লিখিত পরীক্ষার তারিখ মোবাইলে জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫ জুন ২০২২ ইং ।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old