ডুসাই হোটেল এন্ড রিসোর্ট এ বিভিন্ন পদে নিয়োগ- Dusai Hotel & Resort, Moulvibazar

ডুসাই হোটেল এন্ড রিসোর্ট এ বিভিন্ন পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীগন বিস্তারিত জেনে আবেদন করুন।

পদের নাম: এক্সিকিউটিভ হাউজকিপার
পদ সংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক পাশ/ ডিপ্লোমা। এবং ফুড এন্ড বেভারেজ প্রোডাক্টশন সনদধারী।

অভিজ্ঞতা : ৮ বছরের। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
দায়িত্ব: প্রার্থীকে অবশ্যই ৪তারকা হোটেল বাংলাদেশের অভ্যন্তরে বা বিদেশের ৩বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন : আলোচনা সাপেক্ষে ও অন্যান্য সুবিধাদি পাবেন।

আবেদনের নিয়মাবলী: পুর্ণাঙ্গজীবনবৃত্তান্ত তৈরী করে ইমেইলে আবেদন করুন আগামী ২৫ মে ২০২২ইংরেজি তারিখের মধ্যে  অনলাইনে আবেদন করুন। আবেদন করতে এখানে ক্লিক করুন।
। ইমেইল ঠিকানা- hrm@dusairesorts.com শেফ পদের জন্য, ps.md@dusairesorts.com (ম্যানেজার পদের)


সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old

Leave a Comment