আশা ফিজিওথেরাপি সেন্টার, সিলেট সদর এর জন্য আশা ফিজিওথেরাপি সেন্টারে নিম্ন লিখিত পদে চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে।
পদের নাম: রোগির পরিচর্যাকারী মহিলা
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: মাসিক ১০ হাজার টাকা
দায়িত্ব: রোগীর পরিচর্য়া কাজে দায়িত্ব পালন করা।
আবেদনের নিয়মাবলী:
আবেদনপত্র স্ব-হস্তে লিখতে হবে। আবেদনের সাথে সাদা কাগজে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ, ছবি২কপি, শিক্ষাগতযোগ্যতার কপি, অভিজ্ঞতা সনদের কপি।
আবেদনে পাঠানোর ঠিকানা: প্রেসিডেন্ট, বরাবর, ডিএম-আশা সিলেট, রঙ্গধনু-৭০, রশিদ হাউজ, পশ্চিম চৌখিদেকি, বিমানবন্দর রোড, সিলেট।
- আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২২
সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র দেখাতে হবে। সাক্ষাৎকারের স্থান ও তারিখ পরে মোবাইলে জানানো হবে।
সুত্র- ২৭ মে ২০২২, দৈনিক জালালাবাদ পত্রিকা।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com
old