আল আমীন জামেয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়- Al Amin Jamia Islamia School

প্রতিষ্ঠানের নামঃ আল আমীন জামেয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়, ইসলামপুর, মেজরটিলা, সিলেট এ বিদ্যালয়ের সৃষ্ট নিম্ন বর্ণিত পদ সমুহে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: সহকারী শিক্ষক ইংরেজি (পুরুষ),  সহকারী শিক্ষক পদার্থ/ রসায়ন (পুরুষ-১, মহিলা-২),  সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান (মহিলা),  সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা (মহিলা),  
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিস্ট বিষয়ে স্নাতক সম্মান / স্নাতকোত্তর

পদের নামঃ জুনয়ির শিক্ষক ইংরেজি (পুরুষ-২), সহকারী শিক্ষক ইসলাম মিক্ষা(পুরুষ), 
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিস্ট বিষয়ে স্নাতক

পদের নাম: শিক্ষক সহযোগী- মহিলা- এইচএসসি পাশ, 
পদের নাম: কমিপউটার অপারেটর- পুরুষ, ডিপ্লোমা/স্নাতক
পদের নাম: নিরাপত্তাকর্মী- পুরুষ, ৮ম শ্রেণি পাশ
পদের নামঃ পরিচ্ছন্নাতাকর্মী- পুরুষ, ৮ম শ্রেণি

আবেদনের নিয়মঃ প্রয়োজনীয় সকল কাগজাদিসহ আগামী ১০ মে ২০২২ ইং তারিখের মধ্যে অনলাইনে বা সরাসরি আবেদন পৌছাতে হবে।  ইমেইল- alaminjamea1983@gmail.com

সুত্র- ০৮ মে ২০২২ দৈনিক জালালাবাদ পত্রিকা।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old