পশ্চিম সদর স্কুল ও কলেজ, পো: জালালাবাদ, সদর, সিলেট এ শুন্য পদে সরকারি বিধি মোতাবেক এপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক পূর্বের নাম ড্রেস মেকিং পদে একজন, রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশন পদে একজন করে ট্রেড এসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এইচএসসি ভোকেশনাল বা ব্যবসায় ব্যবস্থাপনা পাস আগ্রহী প্রার্থীগণ আবেদন করুন আগামী 02 মে 2022 ইংরেজি তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ। সূত্র দৈনিক সিলেটের ডাক পত্রিকা 16 এপ্রিল 2022।
পুরাতন পোস্টসমূহ–
গণিত ও কম্পিউটার চালনায় অভিজ্ঞ ০১ জন দক্ষ সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজাদি সহ আগামী ০৭ এপ্রিল ২০২২ ইং তারিখের মাধ্যে আবেদন পৌছাতে হবে অধ্যক্ষ বরাবর।
গণিত ও কম্পিউটার চালনায় অভিজ্ঞ ০১ জন দক্ষ সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজাদি সহ আগামী ০৭ এপ্রিল ২০২২ ইং তারিখের মাধ্যে আবেদন পৌছাতে হবে অধ্যক্ষ বরাবর।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old