নূরজাহান হসপিটাল লিমিটেড, শাহজালাল মাজার সংলগ্ন সিলেটে- Noor Jahan Hospital Sylhet

 নূরজাহান হসপিটাল লিমিটেড সিলেটে এ আকর্ষণীয় বেতনে বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

পদের নাম: ফার্মাসিস্ট/ ফার্মেসির সেলসম্যান, ওয়ার্ড বয়, আয়া মহিলা, ডিপ্লোমা নার্স, ওটি নার্স

অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজাদি ও সনদদের কপি সহ যোগাযোগ করুন নূরজাহান হসপিটাল, ওয়েবস, দরগাগেইট, সিলেট শাহজালাল মাজার সংলগ্ন। সুত্র- ৩ এপ্রিল ২০২২ উত্তরপুর্ব।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old