ঐতিহ্যবাহী রাঢ়িশাল করাব হাই স্কুল- Rarishal Korab High School


প্রতিষ্ঠানের নাম: ঐতিহ্যবাহী রাঢ়িশাল করাব হাই স্কুল, পো: বুল্লাবাজার, লাখাই, হবিগঞ্জ এ সরকারি বিধি মোতাবেক শুন্য পদে  ০১ জন প্রধান শিক্ষক ও সৃষ্টপদে নিরাপত্তাকর্মী ও আয়া ০১জন করে নিয়োগ করা হবে। নিরাপত্তাকর্মী ও আয়া পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি বা সমমান পাশ। প্রধান শিক্ষক পদের জন্য ১ হাজার টাকা ও অন্যান্য পদের জন্য ৫শত টাকা বিদ্যালয়ের সাধারণ সঞ্চয়ী হিসাব- ৩১৩৪৪ জনতা ব্যাংখ, বুল্লাবাজার, লাখােই অনুকুলে জমাদান পুর্বক সভাপতি বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের পৌছাতে হবে। সুত্র- ১ েএপ্রিল ২০২২ সমকাল পত্রিকা।

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

 সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment