সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল- Sylhet Womens Medical College Hospital

 হলি সিলেট হোল্ডিং লিমিটেড কোম্পানীর অধীনে নিম্ন বর্ণিত পদে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


দের নাম: মেডিকেল অফিসার
বিভাগ:  নিউরোমেডিসিন
শিক্সাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ অফিসার
বিভাগ: প্রসাশন
শিক্ষাগত যোগ্যতা:  সিএসস ই বিভাগে স্নাতক

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ অফিসার  মার্কেটিং
বিভাগ: প্রশাসন
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিভাগে স্নাতক

পদের নাম: রিসিপশনিস্ট (পুরুষ)
বিভাগ: জেনারেল / প্যাথলজি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট প্যাথলজি
বিভাগ: জেনারেল / প্যাথলজি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেক

পদের নাম: সিকিউরিটি চীফ
বিভাগ: প্রশাসন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
আগ্রহী প্রার্থীগণ সাদা কাগজে আবেদন লিখে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন পৌছাতে হবে। আবেদনের সাথে প্রার্থীর ২কপি রঙ্গিন ছবি পুর্নাঙ্গজীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, এনআইডি কার্ডের কপি ও ২জন ব্যাক্তির রেফারেন্স তাদের ঠিকানা ও মোবাইল নাম্বার সহ আগামী ১০ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। 

আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লি: মীরবক্সটুলা, সিলেট।


আপনার প্রতিষ্ঠানের বা কোম্পানীর বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা info.jobsylhet@gmail.com

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়

old